ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু-জেল হত্যা একই সূত্রে গাঁথা: বিমানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বঙ্গবন্ধু-জেল হত্যা একই সূত্রে গাঁথা: বিমানমন্ত্রী সভায় বক্তব্য রাখছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিলো, তারাই জেল হত্যার মূল হোতা। মূলত বঙ্গবন্ধু ও জেল হত্যা একই সূত্রে গাঁথা।

শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশকে নেতৃত্ব শূন্য করে মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে বিলীন করে দেওয়াই ছিলো ঘাতকদের লক্ষ্য।

জিয়াউর রহমান, খন্দকার মুশতাক, কর্নেল রশিদ, ফারুক, ডালিম ও শাহরিয়ার এসব হত্যাকাণ্ডের মূল হোতা ছিলো।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকছুদ কামাল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এহ্সানুল কবির জগলুল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাবু বিজন বিহারী ঘোষ প্রমুখ।

পরে এক শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।