ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
হিজলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

আটক শামীম সরদার উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের নূরে আলম সরদারের ছেলে। নিহত সালমা বেগম (৩০) একই গ্রামের নেছার হাওলাদালের মেয়ে।

রোববার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার (৩ নভেম্বর) দিনগত মধ্যরাতে নিহত সালমার সঙ্গে তার স্বামী শামীমের ঝগড়া হয়। একপর্যায় শামীমের মারধরে স্ত্রী সালমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সালমাকে রাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, খবর পেয়ে রোববার সকালে শামীমকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে।

এদিকে নিহত সালমার বাবা-মায়ের দাবি, শামীম পরকীয়ায় জড়িয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হতো। এর পরিপ্রেক্ষিতে সালমাকে মারধর করে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।