ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে স্বর্ণের বারসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বেনাপোলে স্বর্ণের বারসহ যাত্রী আটক গ্রেফতার স্বর্ণ পাচারকারী শহিদুল ইসলাম

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ২০০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বারসহ শহিদুল ইসলাম (৩০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে পায়ু পথে স্বর্ণের বার পাওয়া যায়। আটক শহিদুল শরিয়তপুর জেলার কান্দিরচর উপজেলার নূর ইসলামের ছেলে।

কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। পরে ভারতে প্রবেশের আগ মুহূর্তে ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় প্রথমে তিনি শরীরে অবৈধভাবে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে তার শরীরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তার পায়ুপথ থেকে দু’টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আকবার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এজডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।