ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁকা রাজধানী, কড়া নিরাপত্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
ফাঁকা রাজধানী, কড়া নিরাপত্তা শুকরানা মাহফিল উপলক্ষে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: সপ্তাহের প্রথম কর্ম দিবস রোববার (৪ নভেম্বর) হলেও রাস্তা দেখে বোঝার উপায় নেই আজ অফিস আদালত খোলা। সকাল থেকেই রাজধানীর ব্যস্ততম সড়কগুলো এক প্রকার যানটজটহীন। রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে শাহবাগ মোড় পর্যন্ত দুই পাশের রাস্তাই ছিলো কোলাহলমুক্ত।

সপ্তাহের অন্যদিন যেখানে সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে সঙ্গে মানুষের ভিড়, রোববার তার উল্টো চিত্র। রাস্তায় মানুষের উপস্থিতি যেমন ছিলো সামান্য, তেমনি গণপরিবহনসহ সব যানবাহনের সংখ্যাও ছিলো হাতে গোনা কয়েকটি।


 
এদিন রাস্তার চিত্র দেখে মনে হবে রাজধানীতে হয়তো ঈদের ছুটি চলছে। তাই কেউ ঘর থেকে বের হয়নি। ফাঁকা রাস্তায় যে দুই একটি সিএনজি-প্রাইভেটকার চলছে তাতেও পুলিশের বাঁধা। বিজয় স্মরণীর র‌্যাংগস ভবন মোড়ে ফার্মগেটগামী রাস্তায় বেরিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। ফলে যারা মিরপুর বা বিমানবন্দর থেকে আসছেন তাদের জন্য মহাদুর্ভোগ অপেক্ষা করছে। একইভাবে ফার্মগেট খেঁজুরবাগান সিগনালেও পুলিশি বেরিকেড। তাছাড়া বিভিন্ন গলির রাস্তায় বেরিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে।
 
কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিল অনুষ্ঠানে আসা আলেম ওলামাদের চলাচলের সুবিধার্থে এ বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শুকরানা মাহফিলে আসা আলেম ওলামাদের উপস্থিতি রাস্তায় খুব একটা চোখে পড়েনি। তবে তারা সকালেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন।  

এদিকে, হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় অফিসগামী ও সাধারণ মানুষের পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। বিশেষ করে যারা নারী-শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  
 
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।