ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চিত্রা নদী থেকে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
চিত্রা নদী থেকে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদী থেকে আবু হুরাইয়া (২৫) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ। 

রোববার (৪ নভেম্বর) সকালে চিত্রা নদীর কালিয়া উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি।

আবু হুরাইয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ফরিদ মোল্যার ছেলে।

নিহতের বাবা জানান, শুক্রবার দুপুরে কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের রঘুনাথপুর সেতুর নিচে চিত্রা নদীতে  গোসল করতে নেমে নিখোঁজ হন আবু হুরাইয়া। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে রোববার সকাল ৭টার দিকে সাতবাড়িয়া এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।