ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সারের জন্যে এখন আর কৃষকদের প্রাণ দিতে হয় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
সারের জন্যে এখন আর কৃষকদের প্রাণ দিতে হয় না বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: বাংলানিউজ

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমান সরকারের আমলে সারের জন্য আর কৃষকদের প্রাণ দিতে হয় না। সরকার সার, বীজ ও কৃষি উপকরণ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। ফলে কৃষকরা সহজে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করে কৃষিতে বিপ্লব ঘটাতে চলেছে। 

রোববার (৪ নভেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গম ও সরিষার বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়শীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।



এসময় তিনি বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গম ও সরিষার বীজ বিতরণ করেন।  

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।