ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের ভালোবাসার বন্ধনে থাকতে চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
সাংবাদিকদের ভালোবাসার বন্ধনে থাকতে চাই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএফইউজে-এর মহাসচিব শাবান মাহমুদ, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ‘জীবনের পুরোটা সময় সাংবাদিক সমাজের ভালোবাসার বন্ধনে থাকতে চাই। তাদের ভাই হয়ে আজীবন পাশে থাকতে চাই, আপনজন হয়ে থাকতে চাই।’

নিজের জন্মদিনে এভাবেই সাংবাদিক সমাজের পাশে থাকার প্রত্যয়ের কথা জানালেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ।  

রোববার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিক শাবান মাহমুদের ৫২তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন তার বন্ধু-স্বজনরা।

বিএফইউজে মহাসচিব শাবান বলেন, সাংবাদিক সমাজের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দেয়। আজকের অনুষ্ঠান কোনো নির্বাচনী ক্যাম্পেইন নয়। এটা সাংবাদিক সমাজের ভালোবাসা। আমি জীবনের সব সময় সাংবাদিকদের কল্যাণে কাজ যেতে চাই।  

ডিআরইউ সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে-এর যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, ডিআরইউ-এর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ইলিয়াস হোসেন, ডিইউজে-এর সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংবাদিক নেতা আজমত আলী হেলাল প্রমুখ।

বাংলাদেশ সনয়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।