ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় মুন্নুজান বেগম (৪৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নুজান উজিরপুরের মুন্ডুপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বরিশালের বিএম কলেজ সংলগ্ন তালভিটা এলাকার আলতাফ হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, প্রধান শিক্ষকের মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন মুন্নুজান বেগম। পথিমধ্যে হঠাৎ করেই মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুন্নুজানকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

বাংলা‌দেশ সময়: ১৯৩০ ঘন্টা, ন‌ভেম্বর ০৮, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।