ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ‌‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
রাজবাড়ীতে ‌‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

রাজবাড়ী: রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী শেখ (৩৮) নামে এক হত্যা মামলার আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় জিয়াউল ও রমজান নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) রাত দেড়টার দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুঠি পাচুরিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  

মোহাম্মদ আলী শেখ পাচুরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামের ওহাব আলী শেখের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, রাতে পাচুরিয়া এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। গুলি বিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও মোহাম্মদ আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দোনালা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।