ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সানসেট ভেঙে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
ঝিনাইদহে সানসেট ভেঙে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বাড়ির গেটের সানসেট ভেঙে মাথায় পড়ে চয়ন বিশ্বাস (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। চয়ন বিশ্বাস ওই এলাকার রমানাথ বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, সকালে চয়ন বাড়ির গেটের সঙ্গে রিং ঝুলিয়ে ব্যায়াম করছিলেন। এসময় গেটের কংক্রিটের স্লাপ ধরে ঝুললে ভেঙে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই চয়ন মারা যান। চয়ন এবার এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।