ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার আসামি আবু তালেব। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে শিশু সাবিহা (০৬) হত্যা মামলার আসামি আবু তালেবকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বিষয়টি জানান।  

আবু তালেব কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (০৯ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে আবু তালেবকে গ্রেফতার করা হয়। পরে তালেবকে জিজ্ঞাসাবাদ করা হলে সাবিহা হত্যার ঘটনার বিবরণ দেয়।

পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর বিকেলে মিটন হঠাৎপাড়া গ্রামের ভাষা আলীর ছয় বছরের মেয়ে সাবিহা বাড়ির পাশে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তালেব শিশু সাবিহাকে ফুসলিয়ে পাশের শ্মশানে তাল কুড়াতে নিয়ে যায়। এরপর সাবিহা বাড়ি যেতে চাইলে তালেব সাবিহাকে ধর্ষণ করেন। এসময় সাবিহা চিৎকার করলে তালেব তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর দিন সকালে সাবিহার পরিবারের লোকজন ওই জঙ্গলে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ওই দিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।