ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১
অবশেষে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা: কেন্দ্রীয় কাউন্সিলের ৪মাস পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।



সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলে আলমের নেতৃত্বাধীন এ কমিটি ২২০ সদস্য বিশিষ্ট বলে জানানো হয়েছে।

কমিটির প্রথম সহ সভাপতি হয়েছেন মনোয়ারুল ইসলাম মাসুদ। ১ম যুগ্ম সম্পাদক হয়েছেন শামসুল কবীর রাহাত। এ দু’জনই গত কাউন্সিলে সভাপতি-সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে ২য় হয়েছিলেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গত কমিটির সহ সভাপতি ছিলেন।

এ বছরের ১০-১১জুলাই ২৭তম কাউন্সিল ও সম্মেলনে দেশের প্রাচীনতম এ সংগঠনটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতিরা হলেন: মনোয়ারুল ইসলাম মাসুদ (এফ রহমান হল), জয়দেব নন্দী, আজিজুল হক খান, ইমাউল হক টিটু, আলী আশরাফ, শাহরিয়ার আজম মুন্না, উত্তম দাস, চন্দ্র শেখর হওলাদার মিল্টন, রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, শাহীন আহমেদ, আবু হানিফ, মেসবাহ উদ্দিন, মহি উদ্দিন, হেদায়েত উল্লাহ সরকার, মহি উদ্দিন মাহী, শাহীনুর রশীদ সোহেল, চঞ্চল কর্মকার, সুলতানা নাসরিন রুমি, ফয়েজ উদ্দিন হাসান, ওয়াসি উদ্দিন জুয়েল, সাঈদ মাহমুদ, নাজমুল হুদা চঞ্চল, সাজ্জাদ রয়হান, মাহফুজল আলম রিজভী, মাহমুদুল হাসান মারুফ, ইমরান সিরাজ সম্রাট, জিয়াউল হক জিয়া, মহসীন কবির রিয়েল, মিজানুর রহমান মিজান, মোখলেছুর রহমান সুমন, মেহেদী হাসান মিজান, রিয়াজ উদ্দিন রিয়াজ, সাইফ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, নাইম হাসান, রেদওয়ানুল হক শুভ্র, মোর্শেদুল আলম চৌধুরী, রফিকুল ইসলাম শাওন,শাহ এমরান সোহাগ ও মাসুদ হাসান তূর্ণ।
 
যুগ্ম-সম্পাদকরা হলেন- শামসুল কবির রাহাত (জহু হল), এহতেশাহমুল হক রুমী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাদিদ জাহান সৈকত, মামুনুর রশীদ, আনোয়ার হোসেন, হাসানুজ্জামান তারেক, আব্দুর রহমান জীবন, শেখ নবীরুজ্জামান বাবু ও শারমিন সুলতানা লিলি।
 
সাংগঠনিক সম্পাদকরা হলেন- তরিকুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, শওকাতুল ইসলাম, নাজমুল হক তমাল, আহসান উল্লাহ রাসেল, মশিউর রহমান  রুবেল, শিহাবুজ্জামান, মাহমুদুল আলম টিটু, আল মাহমুদ তারেক ও আফরিন নুশরাত।
 
প্রচার সম্পাদক শাহরুখ মিরাজ এবং উপ-সম্পাদকরা হলেন- রাসেল (কবি জসিম উদ্দিন হল) দেবব্রত দাস দেবু, আমিন কতোয়াল, বাহারুল হোসেন অর্ণব।

দফতর সম্পাদক শেখ রাসেল, উপ-দফতর সম্পাদকরা হলেন- সুমন কুন্ডু, রাশেদুজ্জামান, তারেক রায়হান ও তারেক রায়হান

অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন আশিকুল ইসলাম। উপ-সম্পাদকরা হলেন- আবু নাসের, রাসেল মিয়া ও শোয়েব আব্দুল্লাহ।
 
আইন বিষয়ক সম্পাদক হয়েছেন ময়েজ উদ্দিন শরীফ রুবেল। উপ-সম্পাদকরা হলেন-বিপ্লব হাসান পলাশ (সূর্যসেন, রুবেল (জহুরুল হক হল) ও রাসেল (স্টামফোর্ড)।

পরিবেশ বিষয়ক সম্পাদক- সাইফুর রহমান সোহাগ, উপ-সম্পাদকরা হলেন-রায়হান কবির রিয়ন, আজিজ (এফ.আর.)ও আব্দুর রহিম জিল্লু।
 
বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. জাবেদ, উপ-সম্পাদকরা হলেন- এসএম রহিম তুহিন, আসাদুজ্জামান রন, মাজহারুল হক, কাজী মেহেদী হাসান দিপু, নেসার উদ্দিন তপু, আসিফ জামান রূপম, রকি খান ও জহিরুল আলম মামুন।
 
গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবেন্দু সাহা নব (চারুকলা), উপ-সম্পাদকরা হলেন- কুতুব উদ্দিন, নুরুন নবী ও শাহজাহান সুমন।
 
শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আজিজ সরকার, উপ-সম্পাদকরা হলেন- সৈয়দ আশিক, শরীয়তুল্লাহ লিটন ও নুরুল ইসলাম বাদশাহ।
 
সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, উপ-সম্পাদকরা হলেন- ফারজানা যুথি, শাহীন আহমেদ, মিঠু (চারুকলা) ও শেখ আসমান।
 
তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমান, উপ-সম্পাদকরা হলেন- ইউসুফ হোসেন প্রমিত, আওলাদ হোসেন সবুজ, জামিল আহমেদ (ঢাকা কলেজ)ও ইমরান।
 
সমাজ সেবা বিষয়ক সম্পাদক কাজী এনায়েত (কবি জসিম উদ্দিন হল), উপ-সম্পাদকরা হলেন- রিয়াজ মোর্শেদ, আহসান হাবিব ও ফরহাদুল ইসলাম চৌধুরী।  

ক্রীড়া বিষয়ক সম্পাদক মতিউর রহমান অপু, উপ-সম্পাদকরা হলেন- সৃজন ঘোষ সজীব, গোলাম বাকী চৌধুরী ও হাসান মুরাদ।
 
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম। উপ-সম্পাদকরা হলেন- মারুফ বিল্লাহ, গিয়াস উদ্দিন মিনহাজ ও আসাদুজ্জামান খান টুটুল(ঢাকা কলেজ)।
 
পাঠাগার বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দীপু। উপ-সম্পাদকরা হলেন- শাহজালাল,মিন্টু লাল দাস ও আব্দুল বাছেদ গালিব (ঢাকা কলেজ)।
 
স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হাসান-উল-হক বান্না। উপ-সম্পাদকরা হলেন- নুরুন্নবী সোহাগ, নজরুল ইসলাম শান্ত, সালমান, রাজেশ চন্দ্র সিংহ, আল-আমিন, তাহের, আবু জাহিদ রিপন ও লাবীব।
 
বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ নাঈম। উপ-সম্পাদকরা হলেন-জহিরুল ইসলাম (ফজলুল হক হল), ইসমাঈল হোসেন সুমন ও মোস্তাকিন মোর্শেদ লিমন।
 
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আতাউল করিম আরবী। উপ-সম্পাদকরা হলেন- ডা. উজ্জ্বল ও ডা. চয়ন।
 
সাহিত্য সম্পাদক শাফায়েত। উপ-সম্পাদকরা হলেন-সুমাইয়া সুলতানা টুপন, তরিকুল ইসলাম বাবু ও শহীদুল্লাহ মামুন।
 
নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক শাহদাত হোসেন রাজন। উপ-সম্পাদকরা হলেন- এটিএম সায়েম লিয়ন, বাবর ও আমজাদ হোসেন সবুজ।
 
তথ্য প্রযুক্তি সম্পাদক মারুফ। উপ-সম্পাদকরা হলেন- রনক ও জয়দেব দাস।
 
মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ প্রধান।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।