ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্তিক ঢালী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ নভেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার ছিটকী বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কার্তিক একই গ্রামের চন্দ্র কান্তি ঢালীর ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার সকালে কার্তিক ঢালী তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক কার্তিককে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৩৪২, নভেম্বর ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।