ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে কিশোর প্রেমিক যুগলের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
তাড়াশে কিশোর প্রেমিক যুগলের আত্মহত্যা নিহত প্রেমিকা রুবিনা খাতুন ও প্রেমিক শাহেদ আলী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিষপানে কিশোরী প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এক কিশোর প্রেমিক।

শনিবার (১৭ নভেম্বর) উপজেলার রঘুনীলি ও চর জয়কৃষ্ণপুর গ্রামে এ দু’টি ঘটনা ঘটে।

নিহত প্রেমিকা রুবিনা খাতুন (১৫) চক জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে ও প্রেমিক শাহেদ আলী (১৫) রঘুনীলি গ্রামের মঈনুদ্দিনের ছেলে।

উভয়েই চক জয়কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, সকালে মায়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে অভিমান করে গ্যাস ট্যাবলেট খায় রুবিনা। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে মারা যায়। এদিকে প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিক শাহেদ আলী।

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল শেখ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সকালে প্রেমিকা রুবিনার বিষপানের আত্মহত্যার খবর শুনে প্রেমিক সাহেদও আত্মহত্যা করেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, দুই কিশোর-কিশোরীর আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে তারা আত্মহত্যা করেছে তদন্তে পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।