ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
সুন্দরগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সুমী বেগম (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া এলাকায় তার স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। সুমী একই এলাকার মেহেদী মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, বিকেল সুমী তার স্বামীর বাড়ির শয়ন কক্ষে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।