ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে লতা সাজ মোর্শেদা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শান্তিনগর ১১৮/২ নম্বর ২০তলা বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত লতার স্বামী ইমতিয়াজ শুভ জানান, তারা এলিফেন্ট রোডে থাকেন। শান্তিনগরে লতার বাবার বাসা।  

তিনি আরো জানান, সন্ধ্যায় শান্তিনগরের ওই বাসায় বাথরুমের ঝর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখা যায় লতাকে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তবে গলায় ফাঁস দেওয়ার কোনো কারণ জানাতে পারেনি শুভ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।