ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, নভেম্বর ১৯, ২০১৮
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত বন্দুকযুদ্ধে নিহত ডাকাত। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।  

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম বাংলানিউজকে জানান, ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ' শুরু হয়।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।  

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দল। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।