ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গ্রেফতারকৃত মনির

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মনির হোসেন (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) সদস্যরা।

সোমবার (১৯ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব।  গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার খালিশপুর এলাকার আলী হায়দারের ছেলে।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত ১০টায় খালিশপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল। এসময় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির হোসেনকে গ্রেফতার করা হয়। মনিরকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।