ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ঘিওরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে জিন্সের প্যান্ট ও খয়েরি রংয়ের শার্ট রয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাঘবানিয়াজুড়ি এলাকার একটি ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।