ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সশস্ত্র বাহিনী দিবসে রাসিক মেয়র লিটনকে সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
সশস্ত্র বাহিনী দিবসে রাসিক মেয়র লিটনকে সম্মাননা মেজর জেনারেল সাইফুল আবেদীন মেয়রের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন। ছবি: বাংলানিউজ

রাজশাহী:  বগুড়া ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। 

বুধবার (২১ নভেম্বর) বিকেলে সেনাবাহিনীর মেজর জেনারেল সাইফুল আবেদীন এ  মেয়রের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে বিকেলে বগুড়া ক্যান্টনমেন্টে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠান চলাকালে সিটি মেয়র সেনাবাহিনীর  প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শনী ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।