ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

‘সরকারি শূন্যপদে নিয়োগ স্থগিত’- চিঠিটি ভুয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
‘সরকারি শূন্যপদে নিয়োগ স্থগিত’- চিঠিটি ভুয়া

ঢাকা: বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের শূন্য পদে নিয়োগ কার্যক্রম স্থগিতের কথা বলে জারি হওয়া যে চিঠি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়ে সেই চিঠিটি ‘ভুয়া’ বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সচিবের প্যাড ব্যবহার করে কমিশনের উপসচিব সুব্রত কুমার দে-এর স্বাক্ষরে গত ১১ নভেম্বর ওই জাল চিঠি জারি করা হয়।
 
বৃহস্পতিবার (২২ নভেম্বর) পিএসসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চিঠিটি পিএসসি জারি করেনি।

এ চিঠির সঙ্গে পিএসসির কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়েছে।
 
সরকারি সব শূন্য পদে নিয়োগ স্থগিত করার প্রসঙ্গে- শিরোনামে ওই চিঠতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত সব মন্ত্রণালয় ও অধিদফতরের অধীনে শূন্য পদে নিয়োগপ্রাপ্তদের নির্বাচন কমিশন তফসিল ঘোষণার কারণে নিয়োগ স্থগিত করা হয়েছে।
 
‘মন্ত্রণালয় ও অধিদফতর কর্তৃক পাঠানো প্রস্তাবটি কমিশন সমীপে উপস্থাপন করা হলে প্রাপ্ত কাগজপত্র ও তথ্যবলীর ভিত্তিতে সব বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়। ওই নিয়োগ আদেশ পুনরায় আগামী ৩ ডিসেম্বর ২০১৮ থেকে নিয়োগ দেওয়ার জন্য বলা হল। ’
 
এ ভুয়া চিঠির বিষয়ে পিএসসির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি দফতর ও সংস্থাসগুলোকেও এ বিষয়ে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।