ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আদাবরে বাসার ছাদে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৮, নভেম্বর ২৩, ২০১৮
আদাবরে বাসার ছাদে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৬

ঢাকা: রাজধানীর আদাবর থানার মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বাসার ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে সোসাইটির ৫ নম্বর সড়কের ২৭৩ নম্বর বাড়ির ছাদে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসার লোকজনের দাবি, বাসার গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুন লেগেছে।

 

দগ্ধদের মধ্যে বাসার মালিক হোসনে আরা (৫৩), ভাড়াটিয়া মনোয়ার (২৮), নাঈম (০৭), নাঈমা (৪৫), মিস্ত্রি বিল্লালকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর বাসার দারোয়ানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

দগ্ধ হোসনে আরার স্বজন নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই বাড়ির পাঁচ তলায় গ্যাসের লাইন মেরামত করছিলেন মিস্ত্রি বিল্লাল। এক পর্যায়ে দিয়াশলাইয়ের কাটি দিয়ে মোমবাতি জ্বালানোর সময় আগুন ধরে যায়।
 
এতে বাড়ির মালিক হোসনে আরাসহ ছয়জন দগ্ধ হন। পরে তারে তাৎক্ষণিক ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঁচজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।  

হাসপাতালের বার্ন ইউনিট সূত্র বলছে, প্রত্যেকের শরীরেই ক্ষত রয়েছে। তবে কত শতাংশ তা এখনই বলা যাচ্ছে না।  

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল কর্মীরা। স্টেশন অফিসার আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।  

সেখানে গিয়ে দেখতে ড্রিল মেশিনে বৈদ্যুতিক কাজ করার বিষয়টি দেখতে পাই। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে- গ্যাস লাইনের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ