ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

৬ ঘণ্টা পর বিআইডব্লিউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
৬ ঘণ্টা পর বিআইডব্লিউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে .আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের খানপুরে শীতলক্ষ্যার তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

 

নায়ারণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একে এম আরিফউদ্দিন বাংলানিউজকে জানান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের নির্দেশ অগ্নিকাণ্ডের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক (নিরীক্ষা) মো. সিদ্দিকুর রহমানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমাদের ড্রেজারের প্রায় ৪৮ হাজার ফিট প্লাস্টিকের পাইপ রয়েছে। এগুলো মূলত ইতালি থেকে আমদানি করা কেমিক্যালের পাইপ। এগুলোর মূল্য প্রায় ১৫ কোটি টাকা। প্লাস্টিকের পাইপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। ’

**না.গঞ্জে বিআইডব্লিউটি’র জেটিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।