ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ দুর্ঘটনার পর উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি বাংলানিউজ

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ স্কুল শিক্ষার্থীসহ ৪০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে।

তিনি হলেন- ট্রাকচালক মুন্সিগঞ্জ সদর উপজেলার চরসন্দেশপুর গ্রামের ইউনুস আলী (৪৭)। নিহত অপরজন বাসের যাত্রী (৬০) বলে জানা গেলেও তার নাম পরিচয় জানা যায়নি।  

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন সিকদার জানান, সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বেশ কিছু যাত্রী নিয়ে একটি বাস পাবনা থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথে গুনাইহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও চালকের পাশে বসা একজন নিহত হন। এসময় আহত হন শেখ ফজিলাতুনন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজ ও সেন্ট জোসেফ স্কুলের দুই শিক্ষক এবং ২৪ শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন। আহতদের মধ্যে ২৪ জন বনপাড়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা।  

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বনপাড়া আমেনা, পাটোয়ারী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে একই সড়কের আহম্মপুর এলাকায় একতা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।