ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
টাঙ্গাইলে হাজতির মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলে চিকিৎসাধীন অবস্থায় সোহেল (৩৫) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। সোহেল কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের মো. খাদেম তালুকদারের ছেলে।

 

টাঙ্গাইল কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলানিউজকে জানান, গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) সোহেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ভূঞাপুর থানা পুলিশ। রোববার সকালে হঠাৎ করে সোহেল কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। সোহেল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।