ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জাতিসংঘের গ্লোবাল চ্যাম্পিয়ন মোখলেসুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
জাতিসংঘের গ্লোবাল চ্যাম্পিয়ন মোখলেসুর রহমান জাতিসংঘের গ্লোবাল চ্যাম্পিয়ন মোখলেসুর রহমান। ছবি: বাংলানিউজ

ঢাকা: নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান।

নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদানের জন্য বিশ্বব্যাপী ১৬ দেশের ১৬ জনকে চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত করেছে ইউএনএফপিএ। আর বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন মো. মোখলেসুর রহমান।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো.সোহেল রানা বাংলানিউজকে জানান, অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান তার দীর্ঘ কর্মজীবনে জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদান রেখেছেন। তিনি বাল্য বিবাহ, নারী নির্যাতনসহ অনেক বছর ধরে জেন্ডার বেইজড ভায়োলেন্সে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

এর পরিপ্রেক্ষিতে ইউএনএফপিএ তাদের কার্যক্রমের সঙ্গে মোখলেসুর রহমানকে সম্পৃক্ত করেন। তিনি ২০১৫ সাল থেকে ইউএনএফপিএ’র কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে কাজ করছেন।

তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পরিচালিত জেন্ডার বেইজড ভায়োলেন্সের একজন পরামর্শক। তার পরামর্শে দেশের ১৫ থানায় ইউএনএফপিএ’র সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে ‘নারী সহায়তা ডেস্ক’ স্থাপন করা হয়েছে। তিনি গরীবের জন্য পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার প্রবক্তা।

‘নারী সহায়তা ডেস্ক’ এর মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও কন্যা শিশুর অভিযোগের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং এক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম দেশের বিভিন্ন থানায় ‘নারী সহায়তা ডেস্ক’ চালু করেছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
পিএম/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।