ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি গাড়িতে ১১০ কেজি গাঁজা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
সরকারি গাড়িতে ১১০ কেজি গাঁজা! জব্দ হওয়া সরকারি গাড়ি ও উদ্ধার হওয়া গাঁজা

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাতনামা একটি সরকারি গাড়ি থেকে ১১০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বালুয়াকা‌ন্দির আল কুতু‌বিয়া হোটেলের সামনে পাজেরো গাড়িতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।  

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গাড়িটি সরকারি ও কোনো সচিবের।

গাড়ির ভেতর থেকে কোনো কাগজপত্র পাওয়া যায়নি।  

তল্লাশির জন্য চালককে থামার সিগন্যাল দেওয়া হলে গাড়িটিকে রেখে সাইডের দরজা খুলে পালিয়ে যায় চালক। এরপর গাড়ির ভেতর থেকে ১১০ কেজি গাঁজা জব্দ করা হয়। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।