ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো প্রাইভেটকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো প্রাইভেটকার দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।  

দুমড়েমুচড়ে যাওয়া ওই গাড়িটির মালিক জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।

তার বাড়ি মহানগরীর উপশহর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, মোস্তফা কামাল তার মেয়েকে বিশ্ববিদ্যালয় চারুকলায় নামিয়ে দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। কপোতাক্ষ নামের ট্রেনটি বেলা ২টা ১০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে খুলনার দিকে যাচ্ছিল।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, চালকের অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি শুনেই ঘটনাস্থলে যান। এ রেল ক্রসিংটি অরক্ষিত৷ তাই এখান দিয়ে পারাপারপর সময় আরও সাবধানতা অবলম্বন করতে হবে বলেও মন্তব্য করেন রাবি প্রক্টর লুৎফর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।