ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

জুতা পায়ে শহীদ মিনারে, সমালোচনার তোপে বিএনপি নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জুতা পায়ে শহীদ মিনারে, সমালোচনার তোপে বিএনপি নেতারা জুতা পায়ে শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শহীদ মিনারে জুতা পায়ে উঠে সমাবেশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মহানগর বিএনপির নেতা-কর্মীরা।  

বুধবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কোর্ট শহীদ মিনারে এই ঘটনা ঘটে।  

সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর পক্ষে রাজশাহী সদর আসনের জন্য মনোনয়ন জমা দিতে যান নেতা-কর্মীরা।

 

এর আগে বিএনপি নেতাকর্মীরা কোর্ট শহীদ মিনারে সমাবেশ করেন। এ সময় জুতা পায়ে দিয়ে ওপরে উঠে যান বিএনপি নেতা-কর্মীরা। এ ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর বিএনপির কয়েকশ’ নেতা-কর্মী মিনুর মনোনয়ন দাখিল উপলক্ষে সেখানে জড়ো হন। এ সময় বিএনপি নেতা মিনু ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলও তাদের সঙ্গে ছিলেন। এক পর্যায়ে তারা সমাবেশ করতে জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন।  

এ ঘটনায় কোর্ট এলাকায় উপস্থিত সবাই তীব্র ক্ষোভ সৃষ্টি করেন।

তবে শহীদ মিনারে উঠার বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, তাদের কোনো নেতা-কর্মী জুতা পায়ে শহীদ মিনারে ওঠেননি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসএস/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।