ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনী ইশতেহারে তামাকবিরোধী অঙ্গীকারের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
নির্বাচনী ইশতেহারে তামাকবিরোধী অঙ্গীকারের দাবি সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

খুলনা: তামাকদ্রব্যের নিয়ন্ত্রণকল্পে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিটি দলের নির্বাচনী ইশতেহারে একটি সুনির্দিষ্ট অঙ্গীকার থাকা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহারে তামাকবিরোধী সুনির্দিষ্ট অঙ্গীকারের দাবি জানান সিয়ামের নির্বাহী পরিচালক মো. মাছুম বিল্লাহ।

সিয়াম, এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোট সম্মিলিত উদ্যোগে ‘যত্রতত্র তামাকজাতদ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণ ও প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় মাসুম বিল্লাহ বলেন, তামাকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ জাতি গঠনের লক্ষ্যে বাংলাদেশকে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এ অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তামাকজাতদ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা গ্রহণে এইড ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে অদ্যাবধি কাজ করছে। দেশের বেশ কয়েকটি পৌরসভা (ঝিনাইদহ, মেহেরপুর, রাজবাড়ী, মাগুরা, কুষ্টিয়া ও যশোর) তামাকজাতদ্রব্য বিক্রয়ের জন্য আলাদা লাইসেন্স ইস্যু করেছে এবং বর্তমানে করছে। কিন্তু জাতীয়ভাবে তামাকজাতদ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থার ক্ষেত্রে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয়ভাবে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় তামাকজাতদ্রব্য বিক্রয়ে পৃথক লাইসেন্স দেওয়ার জন্য শুধুমাত্র একটি নির্দেশনা বা পরিপত্রজারি করে। তবে বাংলাদেশে যত্রতত্র তামাকজাতদ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি ঘটবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার লক্ষ্য বাস্তবায়নে কার্যকারী ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনের প্রথমে তামাকজাতদ্রব্য বিক্রয়কারীদের ব্যবসার প্রকৃত পরিস্থিতি অন্বেষণকল্পে, ঢাকা ও খুলনা বিভাগের-৬ টি পৌরসভায় একটি পর্যবেক্ষণ জরিপের ফলাফল আলোক চিত্রে এইড ফাউন্ডেশনের উপস্থাপন করেন সিনিয়র প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক।

প্রদর্শিত পর্যাবেক্ষণের ওপর সবার সমন্বয়ে এক প্রশ্নোত্তর পর্ব নেওয়া হয়। উত্থাপিত প্রশ্নের আলোকে স্থানীয় সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।