ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
সিংড়ায় স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় আবুল কালাম আজাদ (৫২) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ইটালী স্কুল মাঠের পাশে আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজাদ উপজেলার ইটালী গ্রামের আবুল কাশেমের ছেলে।

 

তিনি ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ও বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নেয়ামুল আলম বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে কাজ শেষে ঘুমিয়ে পড়েন স্কুলশিক্ষক আজাদ। ভোরে তার স্ত্রী তাকে বাড়ির বাহিরে যেতে দেখেন। সকালে বাড়ি থেকে কিছু দূরে স্কুল ও বাজার সংলগ্ন একটি আম গাছে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর  সদর  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।