ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোর: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোরে পাপ্পু হোসেন বাবু (১৮) নামে এক ব্যবসায়ীকে (ফ্লেক্সিলোড) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত পাপ্পু হোসেন বাবু শহরতলী শেখহাটি বাবলাতলা এলাকার জলিল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বড়বাজারের মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বড়বাজারের মাছবাজারের পাশে বাবুর একটি ফ্লেক্সিলোডের দোকান আছে। ওই দোকান থেকে একই এলাকার অপু বাকিতে রিচার্জ করতো। সম্প্রতি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপুর সঙ্গে তার বিরোধ হয়। এ বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে অপুর নেতৃত্বে কয়েকজন বাবুর দোকানে হামলা চালায়। এসময় বাবু সামনে এগিয়ে এলে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ভাইকে বাঁচাতে বাবুর ভাই দীপু এগিয়ে এলে তাকেও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লর্ড বাবুকে মৃত ঘোষণা করেন। আহত দীপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের আটকের জন্য অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।