ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
যশোরে হত্যা মামলার আসামি গ্রেফতার ডিবি পুলিশের হাতে গ্রেফতার হত্যা মামলার আসামি আল-আমিন, ছবি: বাংলানিউজ

যশোর: যশোর শহরের কাজীপাড়ায় যুবলীগকর্মী ও ঠিকাদার সোহাগ হত্যা মামলার আসামি আল-আমিনকে (২০) গ্রেফতার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আল-আমিন শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মৃত বাকের আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোরে মানিকগঞ্জের সদরের উচুটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি আল-আমিন দুই মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো। তবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে জানা যায়, সে মানিকগঞ্জে অবস্থান করছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারের সময় তার কাছে থেকে একটি ধারালো ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। বিকেল তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

এরআগে গত ২ সেপ্টেম্বর শহরের কাজীপাড়া এলাকায় যুবলীগকর্মী সোহাগকে হত্যা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।