ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

হিজড়া জনগোষ্ঠীর মৌলিক উন্নয়নে ১২ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
হিজড়া জনগোষ্ঠীর মৌলিক উন্নয়নে ১২ দফা দাবি সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

ঢাকা: হিজড়া জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সরকার গঠনের তৎপর রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট ঘোষণা, তাদের কর্মসংস্থানের জন্য জাতীয় বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ, যোগ্যতা অনুযায়ী সরকারি-বেসরকারি কর্মসংস্থানের ব্যবস্থা, জনগোষ্ঠীর বয়স্ক ও অক্ষম সদস্যদের জন্য আলাদা রাষ্ট্রীয় ভাতা দেওয়াসহ ১২টি সুপারিশ তুলে ধরেছে উত্তরণ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক। এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম উপস্থিত ছিলেন।

একইসঙ্গে আয়োজনে ভারতের হাবিব ফাউন্ডেশনের সঙ্গে দু’জন হিজড়াকে আর্ন্তজাতিক মানের ‘হেয়ার ফ্যাশন’ প্রশিক্ষণ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।  

এসময় হাবিব ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব।

অনুষ্ঠানে উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বলেন, প্রশিক্ষিত সদস্যরা বাংলাদেশে বসবাসরত নিজেদের কমিউনিটি অন্য সদস্যদের প্রশিক্ষণ দিতে পারবেন। একইসঙ্গে উত্তরণ ফাউন্ডেশন পরিচালিত বিউটি পার্লার ও সেলুনে কাজ করার সুযোগ পাবেন। এ উদ্যোগ সরকারি-বেসরকারি, বিভিন্ন সংস্থাসহ তৃতীয় লিঙ্গের অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে।

আগামীতেও হিজড়াদের সামাজিক ও অর্থনৈতিক জীবনমান উন্নয়নে ‘উত্তরণ ফাউন্ডেশন’ ও ‘হাবিব ফাউন্ডেশন’ যৌথভাবে বিভিন্ন কাজ করবে বলেও যোগ করেন উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান।

আয়োজনে পেশ করা দাবিগুলোর মধ্যে আরও রয়েছে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হিজড়াদের মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ ও বিনা খরচে চিকিৎসা ব্যবস্থা, পারিবারিক বিরোধ নিষ্পন্নের জন্য সরকারি আইনি সহায়তা দেওয়া, হিজড়াদের জন্য বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, হিজড়া উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যাংক লোনের সুযোগ করা, হিজড়াদের সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করা, বাংলাদেশে বসবাসরত হিজড়া জনগোষ্ঠীর পরিপূর্ণ ডাটাবেজ ও তাদের সমস্যাগুলো চিহ্নিতকরণে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া।

২০১৪ সাল থেকে পিছিয়ে পড়া বেদে ও হিজড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরালসভাবে কাজ করে যাচ্ছে উত্তরণ ফাউন্ডেশন। ইতোমধ্যে এ ক্ষেত্রে বেশকিছু সফলতাও অর্জন করেছে সংগঠনটি।

বাংলাদেষ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।