ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
গাজীপুরে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ উচ্ছেদ অভিযান, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোরশেদ খান পাভেলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, টঙ্গী রেলওয়ে স্টেশনের প্রায় আড়াইকিলোমিটার এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে ঘর-বাড়ি ও দোকানপাঠসহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠে।

পরে ওইসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোরশেদ খান পাভেল বাংলানিউজকে জানান, গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত ডুয়েল লাইন নির্মাণ করা হবে। যার ফলে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা সরাতে আগেই ওই এলাকায় মাইকিং করা হয়েছে। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু  স্থাপনা সরিয়ে না নিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানের সময় রেলওয়ের বিভাগীয় স্টেট অফিসার নজরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।