ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ডিসি অফিসের ২ ক্যান্টিনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
হবিগঞ্জে ডিসি অফিসের ২ ক্যান্টিনকে জরিমানা

হবিগঞ্জ: অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের দু’টি ক্যান্টিনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে এ জরিমানা করেন অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এসময় আরও দু’টি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।

 

বাংলানিউজকে আমিরুল ইসলাম মাসুদ জানান, হবিগঞ্জ ডিসি কার্যালয়ের নিচতলার দু’টি ক্যান্টিনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার অপরাধে তাদের এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একই ভবনের ইয়ামনি রেস্টুরেন্টকে দেড় হাজার, কোর্ট প্রাঙ্গণে নিমতলার পার্শ্ববর্তী একটি ভাতের হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।