ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাসে প্রতিবন্ধী নারী ধর্ষণের মূল হোতা বিষু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
বাসে প্রতিবন্ধী নারী ধর্ষণের মূল হোতা বিষু গ্রেফতার

ঢাকা: টাঙ্গাইলে বাসের ভেতরে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. আলম খন্দকার ওরফে বিষু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। জেলার ভূয়াপুর থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিষু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
 
৩০ আগস্ট রাত পৌনে বারোটার দিকে পাথাইলকান্দি বাসস্ট্যান্ডে হেলপার নাজমুলকে নিয়ে প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করেন বিষু মিয়া।

এ বিষয়ে পরের দিন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় বিষু মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের প্রায় তিন মাস পর গ্রেফতার হলেন তিনি।
 
বিষু মিয়া ভূয়াপুর থানার ৪ নম্বর পূর্ণ বাসন এলাকার মৃত ইন্নছ খন্দকারের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিষু মিয়া মির্জাপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই কবিরুল হক।   
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।