ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ২ ভুয়া চিকিৎকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
গাইবান্ধায় ২ ভুয়া চিকিৎকের কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় দুই ভুয়া চিকিৎককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার তুলশিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের মৃত সুজাউল ইসলামের ছেলে নাসিরুল ইসলাম নাজমুল ও তুলশিঘাট গ্রামের আব্দুল আলীর ছেলে কাজী আনোয়ারুল কাদির ইমরান।

বাংলানিউজকে বিচারক অতীশ দর্শী চাকমা জানান, এমবিবিএস পাশ না করে কেউ প্রেসক্রিপশনে ডা. লিখতে পারেন না। কিন্তু অভিযুক্তরা নিজ নিজ চেম্বারে সাইনবোর্ড ঝুলিয়ে প্রেসক্রিপশনে ডা. লিখে বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ চেম্বার থেকে তাদের আটক করা হয়। এ সময় তারা কোনো সনদ দেখাতে ব্যর্থ হন। পরে স্থানীয়দের উপস্থিতে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময় ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯,  ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।