ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লবণবোঝাই ট্রাকে ইয়াবা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
লবণবোঝাই ট্রাকে ইয়াবা, আটক ২ জব্দ হওয়া ইয়াবা সহ আটক দুই ব্যক্তি

ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল এলাকা থেকে একটি লবণবোঝাই ট্রাক থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিনগত রাতে ইয়াবাসহ কোরবান আলী মুন্সি (৪০) ও খোকনকে (৩৭) আটক করা হয়।  

শুক্রবার (৩০ নভেম্বর) সকালের দিকে র‍্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, কক্সবাজার থেকে লবণবোঝাই একটি ট্রাকে করে ইয়াবা আসছিল এমন সংবাদের ভিত্তিতে ৩০০ ফিট সড়কে চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-৩। এসময় র‍্যাব সদস্যরা একটি লবণবোঝাই ট্রাক থামার জন্য সিগনাল দেয়। কিন্তু ট্রাকের চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কুড়িল এলাকায় এসে লবণবোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

ট্রাকটিতে তল্লাশি করে লবণের মধ্যে লুকানো অবস্থায় ছয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লবণের ট্রাকে করে ইয়াবার চালানটি জামালপুর যাচ্ছিল। এ চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।