ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

নেত্রকোনা: প্রকাশ্যে রাজপথে নেত্রকোনায় স্ত্রী ঝুমাকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বামী বীরবল চৌহানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেওয়ার জন্য বীরবলকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

বীরবল পৌর শহরের নাগড়া ঢাকাইয়া পট্টির এলাকার মৃত রাম সিংহের ছেলে।

তার স্ত্রী ঝুমা সদরের সিংহের বাংলা ইউনিয়নের অজিত দাসের মেয়ে।  

এরআগে, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে শহরের নাগড়া এলাকার জেলা পরিষদের সামনে বীরবল তার স্ত্রী ঝুমাকে রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে স্থানীয়রা বীরবলকে আটক করে পুলিশে দেন।  

এরপর ওইদিন মধ্যরাতেই ঝুমার মা হেনা রাণী দাস মেয়েকে হত্যার অভিযোগে বীরবলের নাম হত্যা মামলা করেন। ওই মামলায় বীরবলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।