ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে নিষিদ্ধ সিরাপসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
মাদারীপুরে নিষিদ্ধ সিরাপসহ আটক ৩ নিষিদ্ধ সিরাপসহ আটক তিনজন

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪২১ বোতল নিষিদ্ধ সিরাপসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার পুরান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- রিপন মণ্ডল (৩২), জাহাঙ্গীর সরদার (৩০) ও বিশ্বজিৎ রায় চৌধুরী (৩০)।

তারা মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের পুরানবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকর ৪২১ বোতল নিষিদ্ধ সিরাপসহ (যৌন উত্তেজক) ওই তিনজনকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।