ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশ হেফাজতে শিশুটি কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
পুলিশ হেফাজতে শিশুটি কার ফয়সাল আহমেদ

নেত্রকোনা: মধ্যরাতের ট্রেনে যাত্রীদের যখন ওঠানামার ব্যস্ততা তখন রেল স্টেশনের এককোণে শীত ও ভয়ে জবুথবু একাকী বসে কাঁদছিলো একটি শিশু।

শুক্রবার (৩০ নভেম্বর) দিনগত রাত ১টায় নেত্রকোনা শহরের সাতপাই স্টেশন থেকে ফয়সাল আহমেদ নামে একটি শিশুটিকে কুড়িয়ে পায় পুলিশ। বর্তমানে শিশুটি নেত্রকোনা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, শিশুটি নিজের নাম ছাড়া তার বিস্তারিত পরিচয় বলতে পারছেনা। তবে সে একটি মাদ্রাসায় পড়ে জানালেও কোথায় সেই মাদ্রাসা তাও জানা নেই তার।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, শিশুটি জানিয়েছে তার বাবা নেই (মৃত) তবে মা রয়েছেন। কিন্তু কোথায় থাকে সে বিষয়ে কিছুই বলতে পারছে না সে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।