ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় কি‌শোরের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, ডিসেম্বর ২, ২০১৮
গাজীপুরে ট্রেনের ধাক্কায় কি‌শোরের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ট্রেনের ধাক্কায় রা‌ব্বি মিয়া (১৭) না‌মে এক কি‌শোরের মৃত্যু হয়েছে।

রোববার (২ ডি‌সেম্বর) দুপু‌রে ওই এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাই‌ন থেকে ওই কিশোরের মর‌দেহ উদ্ধার ক‌রা হয়।

নিহ‌ত রা‌ব্বি ময়মন‌সিংহের তারাকান্দা থানার মা‌লিডাঙা এলাকার মোতা‌লেব মিয়ার ছে‌লে।

রা‌ব্বি পূবাইল এলাকায় প‌রিবা‌রের স‌ঙ্গে বাসা ভাড়া থাক‌তো।

নর‌সিংদী রেলও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ মো. শাহ আলম বাংলানিউজকে জানান, ‌বেলা ১১টার দি‌কে পূবাইল রেলস্টেশনের কাছে রেললাইন পার হ‌চ্ছিলো রা‌ব্বি। এসময় একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লা‌গে। এ‌তে ঘটনাস্থলেই রা‌ব্বির মৃত্যু হয়। খবর পে‌য়ে রেলওয়ে পুলিশ দুপুর আড়াইটার দি‌কে মর‌দেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডি‌সেম্বর ০২, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।