ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সিরিজ জেতায় ক্রিকেটদলকে অভিনন্দন এরশাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, ডিসেম্বর ২, ২০১৮
সিরিজ জেতায় ক্রিকেটদলকে অভিনন্দন এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (২ ডিসেম্বর) এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, দু’টেস্টের সিরিজে বাংলাদেশের দামাল ছেলেরা যে দাপদ দেখিয়েছে, তা অবিস্মরণীয়।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা বিশ্বাস করি জয়ের এই ধারা অব্যাহত থাকবে। এছাড়া ওয়ানডে এবং টি-টুয়েন্টিতেও বাংলাদেশের ক্রিকেটাররা তাদের শক্তিমত্তার প্রমাণ দেবে।

অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি, কোচ, ক্রিকেটবোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্টদেরও অভিনন্দন জানান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

বাংলাদেশ ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।