ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসির টাঙ্গাইল ঘাটাইল উপজেলার মো. হোসেন আলীর ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ বনশ্রী এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি স্থানীয়ও অনন্ত রঙ্গ ডট কম নামে একটি প্রতিষ্ঠানে বিদ্যুৎমিস্ত্রী হিসেবে কাজ করতেন।

মৃত নাছিরের সহকর্মী বেলাল বাংলানিউজকে জানান, দক্ষিণ বনশ্রীর ফরাজি ডেন্টাল হাসপাতালের সামনে বৈদ্যুতিক একটি খুঁটিতে ইন্টারনেটের সংযোগ লাগাচ্ছিলেন নাছির। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।