ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিহত চঞ্চলের পরিবারকে সাহায্যের হাত বাড়ালেন এসপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
নিহত চঞ্চলের পরিবারকে সাহায্যের হাত বাড়ালেন এসপি নিহত চঞ্চলের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়েছে দিয়েছেন এসপি মো. শহিদুল্লাহ। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর বাগমারায় সংঘর্ষে নিহত চঞ্চল কুমার সরকারের বাড়িতে গিয়েছেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। 

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের খোঁজ-খবর নেন তিনি।  

এসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন।

নিহত চঞ্চলের শিশু সন্তান গুঞ্জনের হাতে কিছু নতুন পোশাক, খাবার সমগ্রী ও নগদ ২০ হাজার টাকা তুলে দেন এসপি।  

পুলিশ সুপারকে পাশে পেয়ে নিহত চঞ্চলের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এসময় পুলিশ সুপার তাদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

এর আগে গত ১ ডিসেম্বর দুপুরে বাগমারার তাহেরপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে চঞ্চল কুমার সরকার নিহত হন। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগমারা থানায় মামলা হয়েছে।  

এ ঘটনায় পুলিশ এক আসামিকে গ্রেফতারও করেছে। খোদ রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এ মামলাটির তদন্ত কাজ তদারকি করছেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।