ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
ঠাকুরগাঁও কারাগারে হাজতির মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা কারাগারে ধর্ম নারায়ণ (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ওই হাজতির মৃত্যু হয়।

ঠাকুরগাঁও জেল সুপার জাবেদ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাজতি ধর্ম নারায়ণ সকালে হঠাৎ অসুস্থ পড়েন।

এসময় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।  

চলতি বছরের ২১ আগস্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকার পাড়ায় ধর্ম নারায়ণের বিরুদ্ধে নিজের ভাতিজি বনবাসী বর্মণকে (৪৫) দা দিয়ে কোপ দিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে। ধর্ম নারায়ণ এ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।