ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
চুনারুঘাটে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ গাঁজাসহ আটক দুই মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেওরগাছ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চুনারুঘাট উপজেলার নয়ানী বনগাঁও গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে মীর হোসেন (৪৮) ও একই গ্রামের কেনু মিয়ার ছেলে রানা মিয়া (৩৫)।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৬ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।  

এ ব্যাপারে মামলা দায়েরের পর বিকেলে ওই দু’জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।