ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
বেনাপোলে আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় বেনাপোল সীমান্তের ঘিবা মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে এ আগ্নয়াস্ত্র ও গুলি জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে আগ্নয়াস্ত্র প্রবেশ করছে।

পরে বিজিবি এক পাচারকারীকে ধাওয়া করলে সে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের মধ্য থেকে আগ্নয়াস্ত্র ও গুলি পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির ঘিবা ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া আগ্নয়াস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।