ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালকিনিতে নছিমনের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
কালকিনিতে নছিমনের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে কিশোরের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে নছিমনের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে ইমাম হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন ওই এলাকার মৃত আবুল সরদারের ছেলে।

সে দিনমজুরের কাজ করতো।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন জানান, ইমাম হোসেন বিকেলে সূর্যমনী এলাকায় নছিমন (শ্যালো ইঞ্জিন চালিত থ্রি হুইলার) থেকে লাফ দিয়ে নামতে গেলে তার গায়ে থাকা চাদর নছিমনের ইঞ্জিনে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।